Bogura Sherpur Online News Paper

বগুড়া সদর

বগুড়ায় দুদকের মামলায় শ্রমিক নেতা হেলাল কারাগারে

শেরপুর নিউজ ডেস্ক: জ্ঞাত আয় বহির্ভুত অবৈধ সম্পদ অর্জনে দুদকের মামলায় বগুড়া পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও শ্রমিক নেতা সামছুদ্দিন শেখ হেলালের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত৷ তবে একই মামলায় তাঁর দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজীরকে অস্থায়ী জামিন দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুরে বগুড়া স্পেশাল জজ আদালতের স্পেশাল জজ মো. শহিদুল্লাহ শুনানি শেষে এ আদেশ দেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশন (দুদক) বগুড়ার পিপি এসএম আবুল কালাম আজাদ।

তিনি বলেন, সামছুদ্দিন শেখ হেলালের বিরুদ্ধে জ্ঞাত-আয়বহির্ভূত ৯ কোটি ৭০ লাখ ৩১ হাজার ৫৯ টাকা ৫৯ পয়সার স্থাবর ও অস্থাবর সম্পদ পাওয়া যায়। তদন্ত শেষে দুদক বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক হাফিজুর রহমান আসামি সামছুদ্দিন শেখ হেলাল ও তদন্তে পাওয়া অপর আসামি তার দ্বিতীয় স্ত্রী আবে জমজম নাজীকে অভিযুক্ত করা হয়।

তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে গত বছরের ২৬ ডিসেম্বর চার্জশিট দাখিল করা হয়। ওই দম্পতি মঙ্গলবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন জানান। পরে শুনানি শেষে আদালত হেলালের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর এবং এবং স্ত্রীকে অস্থায়ী জামিনের আদেশ দেন।

কোর্ট ইন্সপেক্টর মোসাদ্দেক হোসেন বলেন, আদালতের নির্দেশে আমরা সামছুদ্দিন শেখ হেলালকে কারাগারে পাঠিয়েছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us