শেরপুর নিউজ ডেস্ক: রাঙ্গামাটির লংগদুতে পৃথক বজ্রপাতের ঘটনায় এক নারীসহ চারজন নিহতের খবর পাওয়া গেছে। নিখোঁজ রয়েছেন একজন। শনিবার (১৫ জুন) বিকেলে বজ্রপাতের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি চেয়ারম্যান টিলার মো. ইব্রাহিমের স্ত্রী রিনা বেগম (৩৬) নিজ বাড়িতে বজ্রপাতে মারা যান।
অন্যদিকে একই উপজেলার মাইনি বাজার থেকে বাজার শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আরও তিনজন নিহত হয়েছেন। তারা কাপ্তাই হ্রদে বোটে থাকা অবস্থায় বজ্রপাতের এ ঘটনা ঘটে। নিহতরা হলেন বাচ্চু মিয়া (৩০), জিয়াউল হক (৫০)ও ওবায়দুল্লাহ (৩০)। একই ঘটনায় আরও একজন নিখোঁজ রয়েছেন। তিনি হলেন বোটচালক আক্কাস আলী (৪৫)।
রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (লংগদু সার্কেল) আবদুল আউয়াল জানান, লংগদু উপজেলার দুই স্থানে বজ্রপাতে মোট চারজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা দিয়েছে।


Users Today : 71
Users Yesterday : 291
Users Last 7 days : 1320
Users Last 30 days : 6119
Users This Month : 4393
Users This Year : 35801
Total Users : 511049
Views Today : 122
Views Yesterday : 437
Views Last 7 days : 2212
Views Last 30 days : 9466
Views This Month : 6543
Views This Year : 103865
Total views : 772073
Who's Online : 5