Bogura Sherpur Online News Paper

দেশের খবর

উত্তরাঞ্চলের ঈদযাত্রা হবে ঝামেলামুক্ত আশা পুলিশের

শেরপুর নিউজ ডেস্ক: উত্তরাঞ্চলের ঈদযাত্রা নির্ঝঞ্জাট হবে বলে আশা করছে হাইওয়ে ও ট্রাফিক পুলিশ। বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়ক থেকে জেলার সবগুলো রুট স্বাভাবিক থাকায় এবার যানজট ও দুর্ভোগের আশঙ্কা অনেকটাই কম বলে দাবি তাদের। দুইদিন ধরে মহাসড়কে গাড়ির চাপ বাড়তে থাকলেও গাড়ির গতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুন) বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ সড়কের কড্ডার মোড়, নলকা এলাকায় যানবাহনের কিছুটা চাপ দেখা যায়। তবে কোনো যানজট বা ধীরগতি চোখে পড়েনি। সাকেক্স-২ প্রকল্পের আওতায় এসব রুট চারলেনে উন্নীত করার কাজ শেষ দিকে। এ কারণে দ্রুতগতিতে গাড়ি চলাচল করছে।

সিরাজগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক মো. জাফর উল্লাহ বলেন, জেলার সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তাই আশা করছি, এবার কোনো যানজট বা দুর্ভোগ হবে না।

ঈদে ঘরে ফেরা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে প্রায় পৌনে ৮০০ পুলিশ মহাসড়কে দায়িত্বরত থাকবে বলেও জানান তিনি। জাফর উল্লাহ বলেন, ঈদযাত্রার শুরুর দিন থেকেই মহাসড়ক মনিটরিংয়ের জন্য ওড়ানো হবে ড্রোন ক্যামেরা।

তিনি বলেন, বৃহস্পতিবার থেকেই ঘরে ফেরা মানুষের চাপ বাড়ছে। পুলিশ প্রস্তুত রয়েছে মহাসড়কের সার্বিক পরিস্থিতিতি মোকাবিলার জন্য।

বগুড়া রিজিওনের হাইওয়ে পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, আশা করছি এবারের ঈদযাত্রা নির্ঝঞ্জাট হবে। আমরা আগেই প্রস্তুতি নিয়েছি। হাটিকুমরুল গোলচত্বর এলাকা থেকে ড্রোন ক্যামেরা দিয়ে মহাসড়ক মনিটর করা হবে।

এদিকে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বলেন, গত ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ৩ হাজার ৮৩৪টি যানবাহন চলাচল করেছে। টোল আদায় হয়েছে ২ কোটি ৮২ লাখ ৭২ হাজার ৫০ টাকা।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us