Home / অপরাধ জগত / বগুড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ১৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

বগুড়ায় তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার: ১৮৫ বোতল ফেন্সিডিল উদ্ধার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় ১৮৫ বোতল ফেন্সিডিলসহ দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। শনিবার সদর উপজেলার নামুজা ও গোকুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বগুড়া শহরের মালতিনগর দক্ষিণপাড়া এলাকার হান্নানের স্ত্রী মাহফুজা বেগম ও নামাজগড় তেতুলতলা এলাকার মৃত রফিকুল ইসলামের স্ত্রী রিনা বেগম এবং কুড়িগ্রামের ভুরুঙ্গমারীর মানিক কাজি এলাকার নাজমুল হোসেন। এদের মধ্যে মাহফুজার নামে বগুড়া সদর থানায় দুইটি, জয়পুরহাট থানায় দুইটি এবং রিনা বেগমের নামে বগুড়া ও গাইবান্ধায় ৬টি মামলা রয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার পুলিশ সুপার মীর মনির হোসেন।

র‍্যাবের এই কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নামুজা এলাকা থেকে ৯৯ বোতল ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। অপর এক অভিযানে গোকুল এলাকা থেকে ৮৬ বোতল ফেন্সিডিলসহ নাজমুলকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বগুড়া সদর থানায় হস্থান্তর করা হয়েছে।

Check Also

বিএনপি অফিসে মিলল ১০০ ককটেল ও ৫০০ লাঠি

  শেরপুর নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে শতাধিক ককটেল, পেট্রোল, লাঠি ও অস্ত্র …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 2 =

Contact Us