Bogura Sherpur Online News Paper

রাজনীতি

উচ্চকক্ষেও পিআর পদ্ধতি চায় এনসিপি

 

শেরপুর নিউজ ডেস্ক :

সংখ্যানুপাতিক পদ্ধতিতে (পিআর) সংসদের উচ্চকক্ষ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চায় বলে জানিয়েছেন দলটির সদস্যসচিব আখতার হোসেন। তিনি বলেছেন, এক শতাংশ ভোট পেলেই যেকোনো দল যেন উচ্চকক্ষে প্রতিনিধিত্বের সুযোগ পায়— এটাই তাদের প্রস্তাব। এতে দেশে বহুদলীয় গণতন্ত্র ও চেক অ্যান্ড ব্যালেন্সের সংস্কৃতি প্রতিষ্ঠা পাবে।

আজ রোববার ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১৪ তম দিন শেষে এসব কথা বলেন তিনি।

আখতার হোসেন অভিযোগ করে বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠনের বিরোধিতা করছে এবং এই প্রশ্নটিকে আলোচনা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে। সংস্কারের জায়গাগুলো সংখ্যাতাত্ত্বিক আলোচনায় রূপ নিচ্ছে, কিন্তু মৌলিক সংস্কারের প্রশ্নে আমরা কোনো ছাড় দেব না।’

আখতার হোসেন বলেন, সংবিধান সংশোধনের ক্ষেত্রে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে। বিশেষ করে সংবিধানের প্রস্তাবনা, অনুচ্ছেদ ৪৮,৫৬, ১৪২ এবং নতুনভাবে সংযোজনযোগ্য তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত অনুচ্ছেদ (৫৮ (খ), ৫৮ (গ), ৫৮ (ঘ)) যদি ভবিষ্যতে সংশোধন করতে হয়, তবে তা গণভোটের মাধ্যমে অনুমোদিত হতে হবে।

তিনি বলেন, ‘আমরা চাই সংবিধান সংশোধনের জন্য শুধু নিম্নকক্ষ নয়, উচ্চকক্ষেও দুই-তৃতীয়াংশ সমর্থনের বাধ্যবাধকতা থাকুক, এবং বিশেষ অনুচ্ছেদগুলোতে গণভোট আবশ্যক হোক।’

তিনি জানান, নির্বাচন কমিশনের নিবন্ধন প্রক্রিয়ায় এনসিপি প্রয়োজনীয় কাগজপত্র ও গঠনতন্ত্র জমা দিয়েছে। কমিশনের কিছু পর্যবেক্ষণ এরই মধ্যে তারা পেয়েছে এবং দ্রুত সংশোধিতভাবে তা দাখিল করা হবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us