Bogura Sherpur Online News Paper

রাজনীতি

চাঁদাবাজ, সন্ত্রাসী ও মাফিয়াদের আধিপত্য বাড়ছে: নুরুল হক নুর

 

শেরপুর নিউজ ডেস্ক:

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘সম্প্রতি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাফিয়াদের যে উৎপাত দেখতে পাচ্ছি, এটার জন্য যৌথ বাহিনী নামানো দরকার। আগামী নির্বাচন পর্যন্ত নিয়মিত যৌথ বাহিনী অভিযান পরিচালনা করতে পারে। বিশেষ করে শিল্প এলাকাকেন্দ্রিক সন্ত্রাসী-চাঁদাবাজদের আধিপত্য বাড়ছে। যৌথ বাহিনী সুস্পষ্ট তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযান পরিচালনা করলে আমাদের ধারণা, এ পরিস্থিতির উন্নতি হতে পারে।’

রোববার (১৩ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

নুরুল হক নুর বলেন, ‘স্থানীয় পর্যায়ে এখন জনপ্রতিনিধি নেই। উপজেলা চেয়ারম্যান নেই। সিটি করপোরেশনের কাউন্সিলর নেই। তাঁদের যে কাজ, সেটা কে করবে? ইউএনও করছে! ইউএনওকে অমুক দল গিয়ে এদিকে টানে, তমুক দল গিয়ে ওদিকে টানে। প্রভাব দেখাচ্ছে, আমরা গণ-অভ্যুত্থানের লোক। আজ নির্বাচিত প্রতিনিধি নেই বলেই এসব হচ্ছে। সে কারণে আমরা বলছিলাম, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন দেওয়ার জন্য।’

নুর বলেন, ভবিষ্যতে আওয়ামী লীগ নামের কোনো রাজনৈতিক দল থাকবে না।

বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির দেশ উল্লেখ করে নুর বলেন, ‘আমাদের দেশের যে ধর্মীয় সংস্কৃতি, সেটি মনে হয় খুব কম দেশেই রয়েছে। এখানে আমরা হিন্দু, বৌদ্ধ, মুসলিম মিলেমিশে কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি। তারপরও ৫ আগস্টের পরে দেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয়েছে, জমি দখল, বাড়িঘর ভাঙচুর, ধর্ষণ হচ্ছে। কিন্তু আমাদের আশপাশে এমনটি হয়নি।’

চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্যসচিব মো. জাহিদুল করিম কচি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us