Bogura Sherpur Online News Paper

বিনোদন

মেয়ের সঙ্গে প্রথমবারের মতো গাইলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

বাংলা গানের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি দীর্ঘ সংগীতজীবনে উপহার দিয়েছেন একের পর এক হিট গান। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এই গায়িকা এবার তার সংগীতজীবনে আনলেন নতুন এক চমক, প্রথমবারের মতো মায়ের সঙ্গে গাইলেন তার বড় মেয়ে রোদেলা।

‘কেন’ শিরোনামের এই গানটি মূলত একটি স্যাড-রোমান্টিক ঘরানার। গানটির কথা লিখেছেন ফয়সাল রাব্বিকীন এবং সুর ও সংগীতায়োজন করেছেন প্রত্যয় খান। শুধু অডিও নয়, গানটির জন্য নির্মিত হয়েছে একটি মিউজিক ভিডিওও। সেই ভিডিওতে দেখা যাবে মা- মেয়ে দুজনকেই।

এ বিষয়ে ন্যান্সি বলেন, গানটি প্রথমে একাই গাওয়ার পরিকল্পনা ছিল আমার। পরে মনে হলো, রোদেলাকে যুক্ত করলে গানটিতে এক অন্যরকম আবেগ ও মাত্রা যোগ হবে। ওকে গাইয়ে দেখলাম, দারুণ লেগেছে। এটা আমাদের প্রথম গান, স্বাভাবিকভাবেই আমি খুবই আনন্দিত ও গর্বিত।

রোদেলা জানান, মায়ের সঙ্গে গান করা সত্যিই এক দুঃসাহসিক সিদ্ধান্ত ছিল আমার জন্য। মা-ই আমাকে সাহস দিয়েছেন, অনুপ্রাণিত করেছেন। তাই আত্মবিশ্বাস নিয়ে গেয়েছি। এখন শুধু শোনার অপেক্ষা।

গানটির সংগীত পরিচালক প্রত্যয় খানও বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, ছোটবেলা থেকেই ন্যান্সি আন্টির কণ্ঠ আমার খুবই প্রিয়। রোদেলার কণ্ঠেও নিজস্বতা আছে, যা খুবই আশাব্যঞ্জক। আমরা সবাই মিলে চেষ্টা করেছি এমন একটি গান তৈরি করতে, যা শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।

জানা গেছে, গানটি আগামী বৃহস্পতিবার প্রকাশিত হবে রোদেলার নিজস্ব ইউটিউব চ্যানেলে। এরই মধ্যে গানটি নিয়ে ভক্ত-শ্রোতাদের মধ্যে তৈরি হয়েছে বাড়তি কৌতূহল। মা-মেয়ের এই নতুন জুটিকে ঘিরে সংগীতপ্রেমীদের প্রত্যাশাও বেশ উঁচুতে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us