শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশে ২০২৪ সালের জুলাই-আগস্টে গণআন্দোলনের সময়কার সহিংস দমন অভিযানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জড়িত থাকার অভিযোগে নতুন অডিওপ্রমাণ সামনে এনেছে বিবিসি। এতে বলা হয়েছে, শেখ হাসিনা নিজেই আন্দোলনকারীদের দমন করার জন্য সরাসরি গুলির নির্দেশ দিয়েছিলেন। নতুন এই তথ্য প্রকাশের পর সরব হয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
মঙ্গলবার প্রকাশিত এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, গণআন্দোলনের সময় যে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন ঘটেছে, তার জন্য দায়ীদের বিচারের আওতায় আনতে হবে। যারা গুলি চালিয়েছে শুধু নয়, যারা এই সহিংসতার নির্দেশ দিয়েছে, তাদেরও জবাবদিহির মুখোমুখি করতে হবে।
তারা আরও বলেছে, প্রতিটি অভিযোগ নিরপেক্ষ ও স্বাধীন তদন্তের আওতায় আনা উচিত এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসারে বিচার করতে হবে। তবে মৃত্যুদণ্ড না দেওয়ার ব্যাপারেও আহ্বান জানিয়েছে সংস্থাটি।
২০২৫ সালের ফেব্রুয়ারিতে জাতিসংঘের একটি ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনের প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে দাবি করা হয় যে গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে প্রায় ১,৪০০ মানুষ নিহত হন। প্রতিবেদনে বলা হয়, নিহতদের অধিকাংশই নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রাণ হারান। ব্যবহৃত হয় সামরিক রাইফেল ও ধাতব প্যালেট ভর্তি শটগান।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, হাজার হাজার মানুষ গুরুতর আহত হন, যাদের অনেকের জীবন আজীবনের জন্য বদলে গেছে।
জাতিসংঘের প্রতিবেদনের সুপারিশ অনুসরণ করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে ২০২৪ সালের ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতা আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) আওতায় আনার আহ্বান জানিয়েছে। তারা বলছে, রোম সংবিধির ১৪ অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নিজেই এই পরিস্থিতিকে আইসিসির কাছে নিতে পারে।