শেরপুর নিউজ ডেস্ক:
পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানিয়েছেন, ইসলাম ব্যবসায় অতিমুনাফা সমর্থন করে না। আমাদের প্রয়োজন ও অতিরিক্ত চাহিদার মধ্যে পার্থক্য করতে হবে। ভোগ নয়, সংযমই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের যুদ্ধ বন্ধ করতে হবে চিরতরের জন্য।
শনিবার (৫ জুলাই) রাজধানীর গুলশানের হোটেল বেঙ্গল ব্লুবেরিতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সামাজিক ব্যবসা সম্মেলন (আইএসবিএস) ২০২৫ এ ‘মুসলিম বিশ্বের তিনটি শূন্য অর্জনে এনজিও নেতৃত্ব’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা হাসান বলেন, আমরা মূল্যবোধের কথা বলি, কিন্তু সেটা কাজে লাগাই না; এটাই আজকের মূল সমস্যা। পরিবর্তনের জন্য নৈতিক আদর্শকে শুধু মুখে নয়, কাজে প্রয়োগ করতে হবে।
ইসলামী মূল্যবোধের প্রসঙ্গ টেনে উপদেষ্টা বলেন, ইসলাম শুধু উপদেশ দেয় না, কার্যকর পদক্ষেপের কথা বলে। এটি বৈষম্যের বিরুদ্ধে কথা বলে এবং মুনাফার নামে দুঃখ সৃষ্টি না করে সহনশীলতার শিক্ষা দেয়।
ইসলামী অর্থনৈতিক ব্যবস্থার অন্যতম উপাদান যাকাতকে একটি কার্যকর ও পরীক্ষিত মডেল হিসেবে উল্লেখ করে রিজওয়ানা হাসান বলেন, আধুনিক কর ব্যবস্থায় আমরা কর দেই, কিন্তু সেই অর্থ প্রকৃতপক্ষে দরিদ্রদের উপকারে আসে না। যাকাত একটি প্রত্যক্ষ ও মানবিক অর্থনৈতিক কাঠামো বলেও মন্তব্য করেন তিনি।
এছাড়া তিনি আরও বলেন, মুসলিম বিশ্বকে একসঙ্গে কাজ করতে হবে, থ্রি জিরো তত্ত্ব নিঃসরণের অনুসরণ করে মুসলিম বিশ্ব আগামীতে উন্নয়ন, পরিবেশ, কর্মদক্ষতা ও কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মুসলিম বিশ্বের ঐক্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তুরস্কের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপমন্ত্রী প্রফেসর ড. হালিস ইউনুস এরসোজ, গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী, তুরস্কের ইউএনআইডব্লিউ এর মহাসচিব ও ফুজুল সেভিংস ফাইন্যান্স ইনকের চেয়ারম্যান ইউপ আকমাল, ইউএনআইডব্লিউ এর হাই অ্যাডভাইজরি বোর্ডের সদস্য ও সওয়াবের চেয়ারম্যান এস এম রাশেদুজ্জামান, আইআইআইটি বাংলাদেশের প্রতিনিধি ও বিআইআইটির মহাপরিচালক ড. এম আবদুল আজিজ এবং ইউএনআইডব্লিউ এর কাউন্সিল সদস্য ও কৃষিবিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ড. আলী আফজাল।


Users Today : 1400
Users Yesterday : 139
Users Last 7 days : 2750
Users Last 30 days : 4557
Users This Month : 2043
Users This Year : 33451
Total Users : 508699
Views Today : 1534
Views Yesterday : 210
Views Last 7 days : 3515
Views Last 30 days : 7623
Views This Month : 2527
Views This Year : 99849
Total views : 768057
Who's Online : 0