Bogura Sherpur Online News Paper

বিদেশের খবর

যুক্তরাষ্ট্র থেকে ভয়ংকর অ্যাপাচি হেলিকপ্টার পাচ্ছে ভারত

 

শেরপুর নিউজ ডেস্ক :

যুক্তরাষ্ট্র থেকে ভয়ংকর অ্যাপাচি হেলিকপ্টারের চালান পাচ্ছে ভারত। আগামী দুই সপ্তাহের মধ্যে এক ঝাঁক হেলিকপ্টার ভারতে পৌঁছানোর কথা রয়েছে।

বৃহস্পতিবার (০৩ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, যুক্তরাষ্ট্র থেকে প্রথম ধাপে ৩টি অ্যাপাচি এএইচ-৬৪ই হেলিকপ্টার পাবে ভারত। আগামী আগামী ১৫ জুলাইয়ের মধ্যে এগুলো সরবরাহ করা হবে। দ্বিতীয় ধাপে আরও ৩টি হেলিকপ্টার দেওয়া হবে। এগুলো চলতি বছরের নভেম্বরের মধ্যে ভারতে পৌঁছাবে।

গত মঙ্গলবার (১ জুলাই ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের মধ্যে টেলিফোনে আলোচনা হয়। এ সময় তারা ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার জন্য চলমান এবং আগামী উদ্যোগগুলো পর্যালোচনা করেন।

প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যুক্তরাষ্ট্রকে অপারেশন সিন্ধুর সময় ভারতের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং বলেন, ভারত নিজের নিরাপত্তার স্বার্থে সীমান্ত পার হওয়া সন্ত্রাসী হামলা প্রতিহত ও প্রতিরোধ করার অধিকার রাখে।

ফোনালাপে হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (এইচএএল) মাধ্যমে নির্মিত তেজস এমকে-১এ যুদ্ধবিমানের জন্য জেনারেল ইলেকট্রিক (জিই) ইঞ্জিনের সময়মতো সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান এবং ভারতে জেট ইঞ্জিন উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রস্তাব দেন। হেগসেথ সময়মতো ইঞ্জিন সরবরাহের আশ্বাস দেন। তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্র জানায়, জিই ইঞ্জিন সরবরাহের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।

প্রসঙ্গত, ২০২০ সালে সই হওয়া ৬০০ মিলিয়ন ডলারের চুক্তির অধীনে ভারতীয় সেনাবাহিনীর জন্য ৬টি অ্যাপাচি হেলিকপ্টার কেনা হয়। এগুলোর ২০২৪ সালের মে-জুনে সরবরাহের কথা ছিল। পরে তা ডিসেম্বরে পিছিয়ে যায়। কিন্তু দীর্ঘ ১৫ মাস পার হলেও জোধপুরে অবস্থিত সেনাবাহিনীর প্রথম অ্যাপাচি স্কোয়াড্রন এই হেলিকপ্টার এখনো হাতে পায়নি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us