Bogura Sherpur Online News Paper

জাতীয় খবর

বিমানবাহিনীর বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

 

শেরপুর নিউজ ডেস্ক:

 

জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫-এর সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ বিমানবাহিনী এ বছরও দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য সংরক্ষণের লক্ষ্যে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৫’ গ্রহণ করেছে। গতকাল সোমবার বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান বাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ জাতীয় বৃক্ষরোপণ অভিযানের এ প্রতিপাদ্য সামনে রেখে বিমানবাহিনী এ বছরের বৃক্ষরোপণ অভিযান কর্মসূচি-২০২৫ পালন করছে। এ সময় বিমান সদরের প্রিন্সিপাল স্টাফ অফিসাররা বিভিন্ন গাছের চারা রোপণ করে এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এ ছাড়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিমান সদরের পরিচালক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটগুলোতেও একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচির আওতায় বিমানবাহিনী বিভিন্ন ধরনের ফলদ, বনজ ও ঔষধি গুণাগুণ সম্পন্ন গাছের চারা রোপণ করবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us