Bogura Sherpur Online News Paper

বিনোদন

দীর্ঘ বিরতির পর ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম

 

শেরপুর নিউজ ডেস্ক:

দীর্ঘ সময় পর বিজ্ঞাপনে ফিরলেন জনপ্রিয় অভিনেত্রী অপি করিম। এটি পরিচালনা করেছেন দর্শকপ্রিয় নির্মাতা সাগর জাহান। বিজ্ঞাপনটিতে অপির সঙ্গে জুটি বেঁধেছেন জনপ্রিয় সংগীতশিল্পী-অভিনেতা তাহসান রহমান খান। একসঙ্গে এটাই তাদের প্রথম কাজ। বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে অপি বলেন, সাগর জাহানের সঙ্গে এর আগে আমি অসংখ্য নাটকের কাজ করেছি।

তবে, বিজ্ঞাপনে এবারই প্রথম কাজ করা হলো। দীর্ঘ বিরতির পর আবারো এক হওয়া। সে জানে কীভাবে একজন অভিনেতা-অভিনেত্রীর থেকে সেরাটি বের করে আনতে হয়। জানা গেছে, এটি একটি এসি’র বিজ্ঞাপন। যেখানে অপি করিম প্রথমবারের মতো পর্দা ভাগ করেছেন তাহসানের সঙ্গে। সিমপ্লেক্স করপোরেশন লিমিটেডের ব্যানারে চেংহুং এসি’র এই বিজ্ঞাপনের শুটিং সম্প্রতি শেষ হয়েছে। বিজ্ঞাপনে তাহসান খান এবং অপি করিম ছাড়া মডেল হিসেবে আরও আছেন- সাদিয়া তানজিন, রাই রাজন্য, মেহেজাবিন নুর। শিগগিরই বিজ্ঞাপনটি বিভিন্ন টিভি চ্যানেল ও অন্যান্য প্ল্যাটফরমে প্রচারিত হবে।

এদিকে, দীর্ঘ সময় পর অপি করিম অভিনীত সিনেমা ‘উৎসব’ এবারের ঈদে মুক্তি পেয়েছে। তানিম নূরের পরিচালনায় তারকাবহুল ছবিটি এরই মধ্যে বেশ প্রশংসিতও হচ্ছে। সোনাক্ষীর বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গত বছর গাঁটছাড়া বাঁধেন। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। বিয়ে থেকে প্রীতিভোজের অনুষ্ঠানে মেয়ের পাশে ছিলেন বাবা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ধসঢ়;ন সিনহা ও মা পুনম সিনহা। কিন্তু একমাত্র বোনের বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর দুই যমজ দাদা লব ও কুশ সিনহাকে।

জানা গেছে, বোন ভিন্নধর্মের ছেলেকে বিয়ে করাতেই নাকি অসন্তুষ্ট ছিলেন দুই দাদা। বোনের বিয়ের দিন নাকি মুম্বাইয়ে ছিলেনই না তারা। সোনাক্ষীর বিয়ের পর থেকে বেশ কিছু অনুষ্ঠানও হয়েছে, কিন্তু কোথাও দেখা যায়নি লব-কুশকে। তাহলে কি ধর্মই ভাইবোনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়ায় এমন নানা প্রশ্ন ওঠে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন শত্রুঘ্ধসঢ়;নপুত্র কুশ সিনহা। গত এক বছর ধরে চলা সিনহা পরিবারের অন্তর্দ্বন্দ্বের জল্পনায় পানি ঢেলে দিলেন কুশ। তিনি বলেন, পুরোটাই কাল্পনিক। এ ধরনের বিতর্কের কোনো ভিত্তি নেই।

কুশ আরও বলেন, অনেকেই বলাবলি করছেন আমি নাকি সোনাক্ষীর বিয়েতে ছিলাম না। আমি এটা পরিষ্কার করে দিতে চাই। বিয়েতে আমি উপস্থিত ছিলাম। ও আমার বোন, ওকে আমি ভালোবাসি। সোনাক্ষীর বিয়ের কোনো ভিডিওতে কুশকে এক ঝলক দেখা যায়নি। আইনি বিয়ে হলেও ছাদনাতলায় যাওয়ার রীতি পালন করেছিলেন অভিনেত্রী। সাধারণত এই প্রথা পালন করেন দাদা অথবা ভাইয়েরা। কিন্তু সোনাক্ষীর ক্ষেত্রে সেই আচার পালন করেছিলেন অভিনেত্রীর বন্ধুরা।

যদিও কুশ বলেন, বিতর্ক আমাকে ছুঁতে পারে না। যেটি সত্যি নয়, সেটি আমাকে বিচলিত করে না। আমার কাছে কাছের মানুষের মতামত প্রাধান্য পায়।

তিনি বলেন, আমি দেখছি, এসব কারণে আমার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। এখন অবশ্য এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস পেয়েছি।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us