Bogura Sherpur Online News Paper

দেশের খবর

ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য কর্তৃপক্ষ বন্ধ ঘোষণা করেছেন। আজ রবিবার দুপুর ১২টার মধ্যে ছাত্রছাত্রীদের হোস্টেল ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছে। শুধু বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী এবং বিদেশি শিক্ষার্থীকে এ নির্দেশনার আওতামুক্ত থাকবে বলে নির্দেশে উল্লেখ করা হয়েছে।

গতকাল শনিবার ঢাকা মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিকে আন্দোলনরত ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত হোস্টেল ত্যাগ করবে না বলে ঘোষণা দেন। শিক্ষার্থীরা নিরাপদ ক্যাম্পাস ও আবাসনসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ প্রদর্শন করেন। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বলা হয়েছে যে, বকশীবাজার ফজলে রাব্বির ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আবাসনসহ নানা সংকটে ভুগছে। চারটি হলের একটিও বসবাসের উপযোগী নয়। ছাত্রাবাসের ছাদের পলেস্তারা খসে পড়ছে। সেখানে থাকা কোনো অবস্থায় নিরাপদবোধ করছে না ছাত্রছাত্রীরা। নতুন ছাত্রাবাস ও ছাত্রীনিবাস নির্মাণের জন্য দ্রুত বাজেট পাশসহ পাঁচ দফা কলেজ অধ্যক্ষ বরাবর দেওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষের কাছ থেকে দৃশ্যমান ফলাফল না পাওয়ায় ছাত্রছাত্রীরা আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে বলে জানায়।

একাডেমিক কাউন্সিলের সভাপতি ও ঢাকা মেডিক্যাল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা. কামরুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় যে, ঢাকা মেডিক্যাল কলেজের একাডেমিক ভবন ও হোস্টেলের অবকাঠামোগত দুরবস্থা নিয়ে ছাত্রছাত্রীদের দাবির পরিপ্রেক্ষিতে চলমান অচলাবস্থা নিরসনকল্পে গতকাল শনিবার একাডেমিক কাউন্সিলের এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। ঢাকা মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিল ছাত্রছাত্রীদের দাবির সঙ্গে একমত পোষণ করে। এই বিষয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে কিছু কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দৃশ্যমান ফলাফল প্রাপ্তির টাইম ফ্রেম নিয়ে ছাত্রছাত্রীদের যে অনড় অবস্থান রয়েছে সেটাও তারা অনুধাবন করেন। উপরন্তু বারংবার নোটিশ দেওয়া এবং বিকল্প আবাসন নিশ্চিত করা সত্ত্বেও বিভিন্ন ব্যাচের ছাত্রদের অসহযোগিতার কারণে ডা. ফজলে রাব্বি ছাত্রাবাসের মূল ভবনের গণপূর্ত বিভাগ কর্তৃক ঘোষিত পরিত্যক্ত চতুর্থ তলা খালি করা সম্ভব হচ্ছে না, যা তাদের জীবনের জন্য অত্যন্ত হুমকিস্বরূপ। এরই ধারাবাহিকতায় নতুন ব্যাচ কে-৮২ স্বপ্রণোদিত হয়ে অথবা প্ররোচিত হয়ে তাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ অরিয়েন্টেশন প্রোগ্রাম বয়কট করেছে, যা ঢাকা মেডিক্যাল কলেজের জন্য একটি কালো অধ্যায়। ফলে কলেজের একাডেমিক কার্যক্রমে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজের একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক ঢাকা মেডিক্যাল কলেজের বর্তমান চলমান অচলাবস্থা নিরসনের লক্ষ্যে আজ রবিবার কলেজের এমবিবিএস ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। হোস্টেলে অবস্থানরত ছাত্রছাত্রীদের দুপুর ১২টার মধ্যে হোস্টেল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের পেশাগত এমবিবিএস পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী এবং বিদেশি শিক্ষার্থী এর আওতামুক্ত থাকবে। ঢাকা মেডিক্যাল কলেজ একাডেমিক কাউন্সিল বিশ্বাস করে ছাত্রছাত্রীদের সহযোগিতায় এই সংকট কাটিয়ে উঠবে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us