Bogura Sherpur Online News Paper

দেশের খবর

আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন

শেরপুর নিউজ ডেস্ক: বিশিষ্ট আলোকচিত্রী চঞ্চল মাহমুদ মারা গেছেন। শুক্রবার (২১ জুন) রাতে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর।

আলোকচিত্রী সাহাদাত পারভেজ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে হৃদরোগসহ নানা জটিলতায় ভুগছিলেন গুণী আলোকচিত্রী চঞ্চল মাহমুদ । চার দিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে সিসিইউতে রাখা হয়। শনিবার (আজ) বনানী কবরস্থানে যোহর নামাজের পর জানাজা শেষে তার দাফন হওয়ার কথা।

সাড়ে চার দশকেরও বেশি সময় ধরে আলোকচিত্রী হিসাবে সক্রিয় ছিলেন চঞ্চল মাহমুদ। দেশের ফ্যাশন আলোকচিত্রকে জনপ্রিয় ধারায় রূপ দেওয়ায় তাঁর ভূমিকা অগ্রগণ্য। ‘চঞ্চল মাহমুদ ফটোগ্রাফি’ নামে তার একটি প্রশিক্ষণ কেন্দ্র আছে। এতে তিনি নতুন প্রজন্মের আলোকচিত্রীদের প্রশিক্ষণ দিতেন। তাঁর তোলা বহু ছবি দেশ-বিদেশে নানা প্রদর্শনীতে স্থান পেয়েছে।

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us