শেরপুর ডেস্ক: দেশ ছাড়লেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। বৃহস্পতিবার (১৯ জুন) সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। তবে কী উদ্দেশে তিনি সেখানে গেছেন সে ব্যাপারে স্পষ্ট করে বলেননি কিছুই।
যাত্রাকালে তোলা বেশ কয়েকটি ছবি নিউইয়র্কে পৌঁছে ফেসবুকে পোস্ট করেন মাহি। সেখানে তিনি লিখেছেন, ‘ঠিক আছে, ধন্যবাদ, বিদায়।’ চেকইন দেন নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র।
মাহিয়া মাহি ঢালিউডের আলোচিত অভিনেত্রী। বিয়ে, সন্তান ও রাজনীতির কারণে চলচ্চিত্রে তার ক্যারিয়ার থমকে যায়। দ্বিতীয় স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন এই তারকা। তারপরও ফিরতে পারেননি তিনি।
কেন গেলেন যুক্তরাষ্ট্রে? যোগাযোগ করা হলে জাগো নিউজকে মাহি বলেন, ‘ভিসা পাওয়ার পর আর আসা হয়নি যুক্তরাষ্ট্রে। সময় বের করে আজ এলাম।’ দেশ ছেড়ে চলে গেলেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমার বাচ্চা দেশে আছে। নিউইয়র্ক ও আশপাশে ঘুরে দেশে ফিরে যাব।’ ফেসবুকে ধন্যবাদ দিয়ে বিদায় জানানোর কারণ জানতে চাইলে কেবলই হেসেছেন মাহি।
‘ভালোবাসার রঙ’ সিনেমা দিয়ে ঢালিউডে অভিষেক হয় মাহিয়া মাহির। অভিনয় দক্ষতা তাকে এগিয়ে দেয় অনেক দূর। সিনেমাপ্রেমীদের মনে জায়গা করে নেন তিনি। একপর্যায়ে তার জীবনে নেমে আসে বিপর্যয়।
২০১৬ সালে সিলেটের ব্যবসায়ী পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন মাহি। ২০২১ সালে বিচ্ছেদের ঘোষণা দেন তিনি। ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর রকিব সরকার নামের এক স্থানীয় রাজনীতিককে বিয়ে করেন মাহি। তাদের সংসারে জন্ম নেয় ছেলে ফারিশ। বিয়ের আড়াই বছরের মাথায় ভাঙ্গে সেই সংসারও।
মাহিকে সর্বশেষ অতিথি চরিত্রেদেখা যায় ‘রাজকুমার’ সিনেমায়। সেখানে শাকিব খানের মায়ের ভূমিকায় অভিনয় করেন তিনি।





Users Today : 90
Users Yesterday : 150
Users Last 7 days : 2686
Users Last 30 days : 4743
Users This Month : 2315
Users This Year : 33723
Total Users : 508971
Views Today : 142
Views Yesterday : 282
Views Last 7 days : 3502
Views Last 30 days : 7775
Views This Month : 3016
Views This Year : 100338
Total views : 768546
Who's Online : 0