Bogura Sherpur Online News Paper

কাহালু

বগুড়ায় জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী তায়েব আলীর মৃত্যু

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার কাহালুর সাবেক উপজেলা চেয়ারম্যান ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাও. তায়েব আলী ইন্তেকাল করেছেন।মুত্যৃকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

রবিবার ( ১ জুন) সকালে শহীদ জিয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ (আইসিসিইউ) ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আগামীকাল সোমবার সকাল ৯টায় কাহালু উপজেলার মালঞ্চা হাইস্কুল মাঠে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হবে।

অধ্যক্ষ মাওলানা তায়েব আলী কাহালুর ঐতিহ্যবাহী কল্যাপাড়া আনোয়ারুল উলুম ফাজিল ডিগ্রী মাদ্রাসার সাবেক অধ্যক্ষ, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সাবেক সদস্য এবং বগুড়া পশ্চিম জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ছিলেন। দলমত নির্বিশেষে সকলের প্রিয় এই নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন জামায়াত নেতৃবৃন্দ।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রিয় সহ-সভাপতি গোলাম রব্বানী, বগুড়া জেলা শাখার আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল হক সরকার, সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান, বগুড়া শহর জামায়াতের আমির অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল, সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী অধ্যক্ষ মাওলানা শাহদাতুজ্জামান, বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী নুর মোহাম্মদ আবু তাহের, বগুড়া-৫ শেরপুর-ধুনট) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য (এমপি) পদপ্রার্থী আলহাজ দবিবুর রহমান তার রুহের মাগফিরাত কামনা করেছেন। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us