Bogura Sherpur Online News Paper

বগুড়ার খবর

করতোয়ার পাশাপাশি নাগর নদ দখল-দূষণ মুক্ত করা হবে – জেলা প্রশাসক

 

শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার জেলা প্রশাসক হোসনা আফরোজা বলেছেন, করতোয়া নদী দখল-দূষণ মুক্তকরণের কাজ চলছে। এবার নাগর নদও দখল-দূষণ মুক্তকরণের পদক্ষেপ নেওয়া হয়েছে। করতোয়ার পাশাপাশি জেলার নাগর নদ দখল-দূষণ মুক্ত করা হবে। তিনি সোমবার (২৬ মে) জেলা প্রশাসকের সেমিনার কক্ষে জেলা নদী রক্ষা কমিটির সভায় সভাপতির বক্তব্যে এ কথাগুলো বলেন। সভায় বিগত সভার কার্যবিবরণি উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) পিএম ইমরুল কায়েস।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায়, পানি উন্নয়ন বোর্ডের এসডিই সোহেল রানা, পরিবেশ অধিদপ্তরের ইন্সপেক্টর মো. মিকাইল হোসেন প্রমুখ। জেলা প্রশাসক ভদ্রা নদী নিয়েও আলোচনা করেন এবং বলেন, নাগর নদের পাশাপাশি ভদ্রা নদী নিয়েও কাজ করা হবে। ভদ্রা নদীর তলদেশ খনন করা হবে।

সভায় বক্তারা বলেন, বগুড়ার আদমদিঘী ও দুপচাঁচিয়া উপজেলার অনেক চাল ও মিল মালিক বয়লারের গরম পানি পুকুরে ফেলে ঠান্ডা না করে সরাসরি নাগর নদ ও রক্তদহ বিলে ছেড়ে দিচ্ছে। ফলে নদ ও বিলের পানি দূষিত হয়ে মাছ মারা যাচ্ছে। বক্তারা, কেমিক্যাল কোম্পানিসহ যেসব প্রতিষ্ঠানে ক্ষতিকর রাসায়নিক পদার্থ বর্জ্য হিসেবে ছাড়ছে তারা ইটিপি ব্যবহার করছে কিনা তা ক্ষতিয়ে দেখতে হবে। সভায় করতোয়া নদী চলমান কার্যক্রম নিয়েও বিষদ আলোচনা করা হয়।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us