শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নাশকতা, হত্যা চেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জাহিদুর রহমান (৫৭) কে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ মে) বেলা ১২টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জাহিদুর রহমান শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের মো. আলী আশরাফের ছেলে এবং সুঘাট ইউনিয়নের আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ সংগঠন) এর যুগ্ম সম্পাদক।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মঈন উদ্দিন জানান, তাকে গত ২ নভেম্বর দায়েরকৃত মামলার তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।