Bogura Sherpur Online News Paper

রাজনীতি

নাবালক উপদেষ্টাদের কারণে জাতীয় ঐক্যে ফাটল ধরেছে: ভিপি নুর

 

শেরপুর নিউজ ডেস্ক:

গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর বলেছেন, নাবালক উপদেষ্টাদের কারণে দেশের জাতীয় ঐক্যে ফাটল ধরেছে। দেশে বিভাজন সৃষ্টি হচ্ছে। দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড বন্ধ না করলে সামনে আরও অসংখ্য পানির বোতল তাদের জন্য অপেক্ষা করছে বলেও মন্তব্য করেন তিনি।

শুক্রবার (২৩ মে) বিকেলে নারায়ণগঞ্জের রূপগঞ্জে উপজেলা গণঅধিকার পরিষদ আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত অর্জন নয়। এদেশের কৃষক শ্রমিক জনতা সম্মিলিতভাবে ফ্যাসিজনের বিরুদ্ধে দাড়িয়েছি বলেই অপশক্তির পতন হয়েছে। এই বিপ্লবকে পুঁজি করে ওই সব উপদেষ্টারা ফায়দা লুটছে। জুলাই বিপ্লব সফল হয়েছে।

তিনি আরও বলেন, আদালতের রায় অমান্য করে ইশরাক হোসেনকে উপদেষ্টা আসিফ হোসেন শপথে বাধা সৃষ্টির কারনেই আজ এই ঐক্য নষ্ট হওয়ার মতো পরিবেশ সৃষ্টি হয়েছে।

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *

Contact Us