শেরপুর নিউজ ডেস্ক:
বয়স মাত্র ২৩। আর এর মধ্যেই ২৫টি বিয়ে করেছেন ভারতের এক তরুণী। রাজস্থানের এই তরুণী নাম অনুরাধা পাসওয়ান। তবে ভালোবাসা বা সংসার করার জন্য নয়, প্রতারণা করে অর্থ-সম্পদ হাতিয়ে নেয়ায় ছিল তার মূল লক্ষ্য।
সম্প্রতি ভারতের ইংরেজি দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, রাজস্থানের সোয়াই মাধোপুর জেলার বিষ্ণু শর্মা নামের এক যুবকের করা অভিযোগের ভিত্তিতে গত ১৮ মে অনুরাধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, অনুরাধা একাই নন, তার সঙ্গে রয়েছে একটি সংঘবদ্ধ চক্র। সেই চক্রের মূলহোতা হলেন অনুরাধা নিজেই। বিভিন্ন শহরে নতুন নাম ও পরিচয়ে বাসা ভাড়া করে ‘অসহায় গরিব কনে’র চরিত্রে অভিনয় করতেন তিনি। জীবনসংগ্রামের করুণ গল্প শুনিয়ে সহজ-সরল যুবকদের প্রেমের ফাঁদে ফেলতেন। বিশ্বাস অর্জনের পর বিয়ে হতো মন্দিরে বা বাড়িতে। বিয়ের পর কিছুদিন শ্বশুরবাড়িতে থেকে আপন করে নিতেন সবার মন। এরপর খাবার বা পানীয়র সঙ্গে মিশিয়ে দেওয়া হতো ঘুমের ওষুধ। সবাই অচেতন হয়ে পড়লে লুটে নেওয়া হতো নগদ অর্থ, গয়না ও মূল্যবান জিনিসপত্র। তারপর নিরুদ্দেশ হয়ে যেতেন অনুরাধা। প্রতারণার এই চক্র অত্যন্ত পেশাদারভাবে কাজ করত। অনুরাধার ছবিসহ জীবনকাহিনি স্থানীয় পাত্র ও পরিবারের কাছে পৌঁছে দিতেন তার দলের সদস্যরা। বিয়ের ব্যবস্থাও করতেন তারা।
সবশেষ ২০ এপ্রিল বিষ্ণু শর্মার সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন অনুরাধা। পরিবারের সদস্য ও স্বজনদের উপস্থিতিতে হয় বিয়ের অনুষ্ঠান। তবে বিয়ের দুই সপ্তাহ না যেতেই বাড়ির সোনাদানা, নগদ টাকা ও মোবাইল নিয়ে চম্পট দেন তিনি। পরে বিষ্ণুর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে অনুসন্ধানে নামে পুলিশ। সেখান থেকেই একে একে বেরিয়ে আসে তার অতীত। বর্তমানে অনুরাধা পুলিশ হেফাজতে রয়েছেন। তার চক্রের অন্য সদস্যদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।



Users Today : 1400
Users Yesterday : 139
Users Last 7 days : 2750
Users Last 30 days : 4557
Users This Month : 2043
Users This Year : 33451
Total Users : 508699
Views Today : 1534
Views Yesterday : 210
Views Last 7 days : 3515
Views Last 30 days : 7623
Views This Month : 2527
Views This Year : 99849
Total views : 768057
Who's Online : 0