শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলার এজাহার নামীয় আসামী আওয়ামী লীগ নেতা ও ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য রফিকুল ইসলাম ওরফে মাদানী (৫২) কে গ্রেফতার করেছে।
শনিবার (১৮ মে) দিবাগত রাত সোয়া ১২টার দিকে তাকে শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রফিকুল ইসলাম শেরপুর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের আন্দিকুমড়া গ্রামের আজিজুর রহমানের ছেলে ১০নং শাহবন্দেগী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, রফিকুল ইসলাম শেরপুর থানায় গত ২ নভেম্বর দায়েরকৃত নাশকতা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামী। তাকে রবিবার আদালতে সোর্পদ করা হবে।