সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে-আমির খসরু

সরকারের নিরপেক্ষতা নিয়ে জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে-আমির খসরু

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আপনাদের নিয়ে মানুষের মনে সন্দেহ তৈরি হয়েছে। নিরপেক্ষতা নিয়েও জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। সরকার এবং উপদেষ্টাদের কথাবার্তায় মনে হচ্ছে, আপনারা কোনও একদিকে ঝুঁকে যাচ্ছেন। এমনটি যদি হয়, আপনাদের আর গ্রহণযোগ্যতা থাকবে না। আর গ্রহণযোগ্যতা না থাকলে ফল কী হবে, সবাই জানেন।’

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে নোয়াখালীর মাইজদীতে শহীদ মিনার প্রাঙ্গণে দলীয় সমাবেশে এসব কথা বলেন তিনি। জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও দ্রুত সময়ে সংসদ নির্বাচনের দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি।

আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়া ছাড়া কারও দেশ চালানোর অধিকার নেই। নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হতে হবে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর সবার সম্মতিক্রমে অন্তর্বর্তী সরকার গঠন হয়েছে। আমাদেরও সমর্থন ছিল। এখন তাদের কাজ হলো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর। নির্বাচিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। আগামীতে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা তাদের হাতে ফিরিয়ে দেবে এই সরকার, জনগণ এটাই আশা করছে।’

জেলা বিএনপির আহ্বায়ক মাহবুবর রহমান আলো সমাবেশে সভাপতিত্ব করেন। সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে আরও বক্তব্য দেন বিএনপির নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, মাহবুব উদ্দিন খোকন ও চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান শামীম প্রমুখ।

Check Also

একাত্তর ও চব্বিশকে এক কাতারে আনা সমুচিত নয় : বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাবে ১৯৭১ এবং ২০২৪-কে এক কাতারে আনা হয়েছে, এটি …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + ten =

Contact Us