শেরপুর নিউজ ডেস্ক:
দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন লক্ষ্মীপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ফারুক হোসাইন নুরনবী। বুধবার (১১ জুন) বিকাল ৩ টার দিকে জেলা জামায়াতের নায়েবে আমির এ আর হাফিজ উল্যাহকে সেক্রেটারি মনোনীত করা হয়।
বুধবার সকালে নুরনবী জেলা জামায়াতের আমির এস ইউ এম রুহুম আমিন ভূঁইয়ার কাছে পদত্যাগপত্র জমা দেন।
বিকাল ৫টায় জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবির মুরাদ এবং শহর জামায়াত আমির আবুল ফারাহ নিশান বিষয়টি নিশ্চিত করেছেন।
মহসিন কবির মুরাদ বলেন, ‘ব্যক্তিগত কারণ দেখিয়ে নুরনবী সেক্রেটারি পদ থেকে পদত্যাগ করেছেন। পরে জেলা জামায়াতের আমির রুহুল আমীন ভূঁইয়া নতুন সেক্রেটারি হিসেবে এ আর হাফিজ উল্যাহকে নিয়োগ দেন।
ফারুক হোসাইন নুরনবীও ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন।
উল্লেখ্য, ফারুক হোসাইন নূরনবী ২০২৫ সালের জানুয়ারিতে তৃতীয়বারের মতো লক্ষ্মীপুর জেলা জামায়েতের সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি লক্ষ্মীপুর শহর জামায়াতের আমির, জেলা ছাত্রশিবিরের সভাপতির দায়িত্ব পালন করেন।