শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য সংগঠন বগুড়া লেখক চক্রের আয়োজনে দুই দিনব্যাপী কবি সম্মেলনের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সকাল ১০ টায় বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে কবি সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সমবায় অধিদপ্তরের সাবেক মহাপরিচালক কবি প্রাবন্ধিক আমিনুল ইসলাম।
উদ্বোধনী পর্বে সভাপতিত্ব করেন সরকারী মুজিবুর রহমান মহিলা কলেজের অধ্যক্ষ ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা গবেষক ড. বেলাল হোসেন এবং স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। বাচিক শিল্পী অলক পালের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ মোঃ জাকির হোসেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক আবু সাঈদ মোঃ কাওছার রহমান, বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক প্রফেসর মুহম্মদ শহীদুল্লাহ, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সাবেক ভাইস প্রিন্সিপাল ও বগুড়া লেখক চক্রের উপদেষ্টা কবি-প্রাবন্ধিক খৈয়াম কাদের, গাবতলী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এনামুল হক নতুন, বগুড়া জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ।
শুভেচ্ছা বক্তব্য রাখেন বগুড়া ইয়্যূথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, ফোকাস সোসাইটির নির্বাহী পরিচালক মনিরুল ইসলাম মিলন, প্রগ্রেস শিক্ষা পরিবারের চেয়ারম্যান মোস্তাফিজার রহমান, বগুড়া লেখক চক্রের প্রতিষ্ঠাতা সদস্য ও উপদেষ্টা কবি মাহমুদ হোসেন পিন্টু। উদ্বোধনের শুরুতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
উদ্বোধনের পূর্বে একটি কবি র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।



Users Today : 147
Users Yesterday : 187
Users Last 7 days : 1464
Users Last 30 days : 5480
Users This Month : 2641
Users This Year : 40284
Total Users : 515532
Views Today : 217
Views Yesterday : 275
Views Last 7 days : 2318
Views Last 30 days : 9533
Views This Month : 4642
Views This Year : 111735
Total views : 779943
Who's Online : 1