শেরপুর নিউজ ডেস্ক:
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই ‘স্বাধীনতার ঘোষণা’ দিয়েছে বেলুচিস্তান। বিখ্যাত সাহিত্যিক মির ইয়ার বালুচ সামাজিক যোগাযোগমাধ্যমে স্বাধীনতার ঘোষণা দিয়ে লেখেন, ভারতের উচিত স্বাধীন বেলুচিস্তানকে স্বীকৃতি দেওয়া। এ ছাড়া জাতিসংঘের কাছেও স্বাধীন বেলুচিস্তানের স্বীকৃতি চেয়েছেন তিনি।
এক্স হেন্ডেলে বালুচ লিবারেশন আর্মির একটি ভিডিও শেয়ার করে মির লেখেন, ‘আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছি। ভারতের কাছে আবেদন, দিল্লিতে স্বাধীন বেলুচিস্তানের দূতাবাস স্থাপনের অনুমতি দেওয়া হোক। জাতিসংঘের কাছেও আমরা আবেদন জানাই, আমাদের স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। সেই সঙ্গে শান্তিরক্ষা বাহিনী পাঠিয়ে পাক সেনাকে হটানো হোক।’
মির আরও জানিয়েছেন, ‘দ্রুতই স্বাধীন বেলুচিস্তানের সরকার গঠিত হবে। তার আগে প্রশাসন থেকে সরে যেতে হবে অ-বেলুচদের। ক্যাবিনেটে বেলুচ মহিলাদের প্রতিনিধিত্ব থাকবে। বন্ধু রাষ্ট্রগুলোর নেতাদের আমন্ত্রণ জানিয়ে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে স্বাধীন বেলুচিস্তান।’
এদিকে, বেলুচ লিবারেশন আর্মির দাবি, বেলুচ ভূখণ্ডের ৩০ শতাংশ তারা দখল করতে পেরেছে। এর আগে গত বুধবার (৭ মে) পাকিস্তানি সেনার ওপর হামলা চালায় বেলুচ লিবারেশন আর্মি। এতে অন্তত ১২ সেনা আধিকারিকের মৃত্যু হয়। তাঁদের মধ্যে ছিলেন স্পেশাল অপারেশন কমান্ডার তারিক ইমরান, সুবেদার উমর ফারুক।
বালোচ লেখক সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘আমরা আমাদের স্বাধীনতা ঘোষণা করেছি। পাকিস্তানের পতন আসন্ন। বালোচিস্তানকে নয়াদিল্লিতে সরকারি অফিস এবং দূতাবাস খোলার অনুমতি দেওয়ার জন্য ভারতের কাছে অনুরোধ করছি আমরা।’ তাঁর কথায়, ‘আমরা রাষ্ট্রসংঘকে ‘গণতান্ত্রিক প্রজাতন্ত্র বালোচিস্তানের’ স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার জন্য আবেদন জানাচ্ছি। এর পাশাপাশি সকল সদস্য রাষ্ট্রের বৈঠক ডেকে আামাদের স্বাধীনতাকে সমর্থন করার আহ্বান জানাচ্ছি।




Users Today : 94
Users Yesterday : 150
Users Last 7 days : 2690
Users Last 30 days : 4747
Users This Month : 2319
Users This Year : 33727
Total Users : 508975
Views Today : 148
Views Yesterday : 282
Views Last 7 days : 3508
Views Last 30 days : 7781
Views This Month : 3022
Views This Year : 100344
Total views : 768552
Who's Online : 2