শেরপুর ডেস্কঃ বগুড়ায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসে থাকা মারদিয়া নামে ১৫ দিন বয়সী এক নবজাতকের মৃত্যু হয়েছে।
বুধবার (১ জুন) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলার আকাশতারা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মারদিয়া ঢাকার মোহাম্মদপুর এলাকার মিন্টুর মেয়ে। এস আই আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মিন্টু ঢাকা থেকে মাইক্রোবাসে( ঢাকা মেট্রো-চ ১৫-৮৩৯৩) তার স্ত্রী ও নবজাতক জমজ দুই বাচ্চা এবং দুই শ্যালিকাকে নিয়ে আকাশতারা শ্বশুরবাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে লালমনিরহাট থেকে সান্তাহারগামী লোকাল ট্রেন ক্রসিংয়ের জন্য রেল লাইনের পাশে মাইক্রোবাস থামায়। কিন্তু সেখানে কোম রেলগেইট না থাকায় মাইক্রোবাস রেল লাইনের পাশ ঘেষে এমনভাবে দাঁড় করোনা ছিল যে ট্রেনের সাথে ধাক্কা লেগে উল্টে গিয়ে রাস্তার পাশে থাকা গাছের সাথে আটকে যায়। পরে স্থানীয়রা যেয়ে মাইক্রোবাসে থাকা সবাইকে উদ্ধার করে । এতে হাসপাতালে নিলে নবজাতক মেয়ে মারদিয়ার মৃত্যু হয় এবং মিন্টু গুরুতর আহত হন।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই আমিনুল ইসলাম জানান, মাইক্রোবাস চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে।