শেরপুর ডেস্কঃ বগুড়ায় করতোয়া নদী থেকে ভাসমান এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ মে) দুপুরে একটার দিকে মাটিডালী লোহার ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়। শিশুটি প্রি ম্যাচিউর এবং বয়স ২ থেকে ৩দিন হতে পারে বলে ধারণা করছে পুলিশ।
বগুড়া ফুলবাড়ি ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর সুজন মিঞা জানান, বৃহস্পতিবার দুপুর একটার দিকে মাটিডালী লোহার ব্রিজের নিচে করতোয়া নদীতে ওই শিশুর ভাসমান লাশ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশের টহল টিম লাশটি উদ্ধার করে সুরুতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় একটি ইউডি মামলা দায়ের করা হবে।