শেরপুর ডেস্কঃ বগুড়ার শিবগঞ্জে ২৮ বোতল ফেন্সিডিলসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (২২ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার মোকামতলার রংপুর টু বগুড়া মহাসড়কের মুরাদপুর মোড় থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া ওই দুইজন হলেন- রংপুরের কোতয়ালী থানার নিশবেদগঞ্জ সত্যেরছি পাড়ার তবিবর রহমানের ছেলে মনিরুজ্জামান মিশু (৩০) এবং পীরগাছা উপজেলার দলবাড়ীর আবুল কাশেমের ছেলে জীবন মিয়া।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকাল থেকে শিবগঞ্জের মোকামতলার রংপুর টু বগুড়া মহাসড়কে যানবাহনে তল্লাশী করা হয়। দুপুর ১২ টার দিকে রংপুর থেকে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ব-১৩-০৪৯৪) একটি বাসে তল্লাশী চালিয়ে ২৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এসময় দুইজনকে গ্রেফতার করে পুলিশ।
শিবগঞ্জ থানার ওসি দীপক চন্দ্র দাস জানান, আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।