শেরপুরনিউজ২৪ডটনেটঃ মানিকগঞ্জ জেলায় এক তরুণীকে ধর্ষণের পর হত্যা ও ছিনতাইয়ের ঘটনায় জড়িত সন্দেহে বগুড়ার শেরপুর উপজেলা থেকে এক নারীসহ ৫ জনকে আটক করেছে মানিকগঞ্জ জেলা পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১০টার দিকে শেরপুর উপজেলার মহিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের মহিপুর এলাকার মোসলেম উদ্দিন (৫০), মো. শাকিল (২৫), মো. ফারুক (৩৪), উলিপুরপাড়ার সোহেল রানা (৩৩) ও অজ্ঞাত এক নারী।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, মানিকগঞ্জ জেলা পুলিশ এখনো অভিযান চালাচ্ছে। তারা আটক কিংবা গ্রেফতারের বিষয়ে এখনো কিছু জানায়নি।