Home / বগুড়ার খবর / জেলার খবর / বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৯, শেরপুরে ৩

বগুড়ায় করোনায় নতুন আক্রান্ত ১৯, শেরপুরে ৩

শেরপুর ডেস্কঃ বগুড়া জেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে ২১৭ নমুনায় আরও ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তের হার ৮দশমিক ৭৫শতাংশ। যা গতকাল ছিল ১৩. ৩৬শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৫জন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক।

ডা. সাজ্জাদ জানান, নতুন করে বগুড়ার কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৭১ জনেই অপরিবর্তিত রয়েছে।

ডা. সাজ্জাদ আরও জানান, মঙ্গলবার মোট ২১৭টি নমুনার ফলাফল এসেছে। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৬জনের এবং এন্টিজেন পরীক্ষায় একজন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া টিএমএসএস ল্যাবে দুইজনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

নতুন আক্রান্ত ১৯জনের মধ্যে সদরে ১৫, শেরপুর ৩জন এবং বাকি একজন সোনাতলার বাসিন্দা।

ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ২২৭জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৪৬৯জন এবং ৮৭জন চিকিৎসাধীন রয়েছেন।

Check Also

বগুড়ায় করোনায় ২ জনের মৃত্যু

শেরপুর ডেস্কঃ করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এ জেলার দুই হাসপাতালে করোনায় দুইজনের মৃত্যু …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 3 =

Contact Us