শেরপুরনিউজ ২৪ডটনেটঃ বগুড়ায় জেলায় আইনশৃংখলা নিয়ন্ত্রণে ও তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী গ্রেফতারে দ্বিতীয় স্থান অর্জন করেছে শেরপুর থানা।
বুধবার (৮ সেপ্টেম্বর) বগুড়ায় পুলিশের মাসিক কল্যাণ সভায় শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলামকে সম্মাননা স্মারক প্রদান করেছেন পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, পুরস্কার সব সময়ই কাজের অনুপ্রেরণা যোগায়। টিম শেরপুর এর সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় এই পুরস্কার। পুরস্কারের জন্য মনোনীত করায় পুলিশ সুপার স্যারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।