শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে এক ওষুুধের দোকানে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭সেপ্টেম্বর) সন্ধ্যায় শেরপুর শহরের হাসপাতাল রোডে আল রাজী ক্লিনিক সংলগ্ন ফার্মেসীতে এই জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ময়নুল ইসলাম।
তিনি জানান, ড্রাগ লাইসেন্স হালনাগাদ না থাকা ও মেয়াদ উত্তীর্ণ ঔষধপত্র থাকার কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।