শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের যুবক মো. খলিলুর রহমান খলিল (২০) হত্যার দেড় মাস অতিবাহিত হলেও এখনো তার রহস্য উন্মোচন হয়নি।
গত ২৬ জুলাই সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামের করতোয়া নদীর পাশে একটি আমের নার্সারী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। তবে তার শরীরে আঘাতের কোন চিহ্ন ছিল না।
নিহত খলিল গাড়ীদহ মধ্যপাড়ার মৃত আজাহার আলীর ছেলে। সে এইচএসসি পরীক্ষায় পাশ করে ভর্তির অপেক্ষায় ছিলো।
এ ঘটনার তার বড় ভাই জহুরুল ইসলাম বাদী হয়ে শেরপুর থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করে। পুলিশ তার লাশ ময়নাতদন্তের জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠায়।
নিহতের মা খুকী বেগম জানান, আমার ছেলে পরিকল্পিতভাবে ডেকে নিয়ে খুন করা হয়েছে। কিন্তু আজ অবধি কোন আসামী গ্রেফতার হয়নি।
শেরপুর থানার এসআই রামজীবন জানান, ময়নাতদন্তের রিপোর্ট এখনো হাতে আসেনি। তার মৃত্যু হত্যা না অন্য কিছু তা রিপোর্ট পাবার পর জানা যাবে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।