শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে কাচাঁবাজারে অন্যতম অনুষঙ্গ বেগুনের দামে আগুন ধরেছে। প্রতি কেজি বেগুন খুচরা বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০টাকা দরে। যা এই মৌসুমে সর্বোচ্চ।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বিকালে শেরপুর শহরের গোসাইপাড়া এলাকার কাচাঁমাল ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান,বেগুনের দাম বেড়ে ৬০ টাকা কেজি বিক্রি করছি। তাছাড়া আলু ২০ টাকা, পেঁপে ২০ টাকা, কাঁচা মরিচ ১০০ টাকা, কুচর মুখি ২০টাকা, পটল ৩০ টাকা কেজি দরে বিক্রি করছি।
শেরপুর শহরের রেজিষ্ট্রি অফিসসহ অন্যান্য বাজারেও খবর নিয়ে জানা গেছে বেগুনের দাম এখন ক্রেতাদের নাগালের বাইরে।