শেরপুর ডেস্কঃ বগুড়া জেলায় গত ২৪ ঘন্টা করোনাভাইরাস (কোভিড-১৯) এ নতুন ২৩ জন আক্রান্ত শনাক্ত হয়েছেণ। এছাড়া করোনায় একজন মারা গেছেন যিনি বগুড়ার বাইরের জেলার এবং উপসর্গে একজনের মৃত্যু হয়েছে। আক্রান্তের হার ৯ দশমিক ৩৪শতাংশ। গতদিনের চেয়ে সংক্রমণ ৪ শতাংশ বেড়েছে। এছাড়া নতুন করে করোনা থেকে সুস্থ হয়েছেন ১২জন।
মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য তুলে ধরেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ সাজ্জাদ-উল-হক।
ডা. সাজ্জাদ জানান, নতুন করে বগুড়ার কেউ মারা না যাওয়ায় মোট মৃত্যুর সংখ্যা ৬৬৯জনেই অপরিবর্তিত রয়েছে।
নতুন আক্রান্ত ২৩জনের মধ্যে সদরে ২০ শিবগঞ্জে ২ এবং বাকি একজন দুপচাঁচিয়ার বাসিন্দা।
ডা. সাজ্জাদ জানান, বগুড়া জেলায় এ পর্যন্ত মোট ২১ হাজার ১৫৬জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ২০হাজার ৩৭৫জন এবং ১১২জন চিকিৎসাধীন রয়েছেন।