শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে অটোরিক্সা চালককে ছুরিকাঘাত করে রিক্সা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে শাহবন্দেগী ইউনিয়নের খন্দকারটোলা-কাঁঠালতলা সড়কে এই ঘটনা ঘটে।
আহত রিক্সাচালক শাহবন্দেগী ইউনিয়নের উচরং গ্রামের খয়বর হোসেনের ছেলে জেল হক (৩৫)।
স্থানীয়রা জানায়, জেলহকের গলায় ও শরীরের কয়েক জায়গায় উপুর্যপরি ছুরিকাঘাত করে দুর্বৃত্তরা রিক্সা নিয়ে চলে যায়। এতে আহত অবস্থায় তাকে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শজিমেক হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।