শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে পুলিশ অভিযান চালিয়ে সাত জুয়াড়িকে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১০ আগষ্ট) রাতে উপজেলার ধড়মোকাম এলাকার একটি চালকলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার হামছায়াপুর গ্রামের মৃত আলহাজ্ব সিদ্দিকের ছেলে শরীফ উদ্দিন (৫০), ধড়মোকাম গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে শহিদুল ইসলাম (৪৫), একই এলাকার মৃত বজলুর রহমানের ছেলে মো. মুন্না (২৮), বেলাল হোসেনের ছেলে বিপ্লব হোসেন (২৫), মৃত মহির উদ্দিনের ছেলে মো. মারুফ হোসেন (৩০), জাবক্সের ছেলে মোতালেব (২৬) ও গোপালপুর গ্রামের মৃত ওমর উ্িদ্দনের ছেলে তফিজ উদ্দিন (৫০) ।
শেরপুর থানার এসআই শাহাদত হোসেন জানান, অভিযানকালে কালে নগদ ১৫ হাজার ৮৮৪ টাকা, ১ সেট তাস ও ২টি চটের বস্তা উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান,গ্রেপ্তারকৃত আসামীদের বুধবার আদালতে পাঠানো হয়েছে।