শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে এক সড়ক দুর্ঘটনায় এক পথচারীর মৃত্যু হয়েছে। সোমবার (৯ আগষ্ট)বেলা ১১টার দিকে মহাসড়কের উলিপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম (৭০) শেরপুর পৌর শহরের উলিপুরপাড়ার বাসিন্দা।
নিহতের নিকটাত্মীয় ফরহাদ হোসেন রান্টু জানান, ওই সময় তিনি রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি দ্রুতগামী একটি অটোরিক্সা তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে প্রথমে শেরপুর উপজেলা হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হলে তার মৃত্যু হয়।