শেরপুর ডেস্কঃ জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন ছাড়া আপাতত কাউকে করোনার টিকা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৫ আগষ্ট) স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. খুরশীদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবারই পরীক্ষামূলকভাবে গণটিকার কার্যক্রম শুরু হবে। পরে আগামী ১৪ আগস্ট থেকে ১৯ আগস্ট পুরোদমে চলবে গণটিকার কার্যক্রম। টিকা প্রদানের ক্ষেত্রে বয়স্কদের অগ্রাধিকার দেওয়া হবে।
স্বাস্থ্যের মহাপরিচালক ক্যাম্পেইনের আওতায় আপাতত একদিন ভ্যাকসিন দেওয়া হবে। এর সাতদিন পর আবার ক্যাম্পেইন চালু হবে। তবে চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।