শেরপুরনিউজ২৪ডট নেটঃ বগুড়ার শেরপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে কদম আলী (৫৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গত রবিবার (১ আগষ্ট) রাতে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা দক্ষিণপাড়ায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত কদম আলী (৫৫) ওই গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, রবিবার সন্ধ্যার দিকে তিনি বাড়ির পার্শ্বে সেচকাজে ব্যবহৃত বৈদ্যুতিক মোটরের সুইচ লাগাতে যায়। এসময় অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করে লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।