শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শেরপুর পৌরসভার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুস সাত্তারের বড় ছেলে ফিরোজ হোসেন (৪৬) রবিবার (১ আগষ্ট) রাত ৮ টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ ওয়ান্নাহ ইলাহি রাজিউন)।
মরহুমের জানাজা নামাজ সোমবার (২ আগষ্ট) বেলা ১১টায় শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
ফিরোজ হোসেনের অকাল মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেছেন।