শেরপুর ডেস্কঃ এ মাসের ৭ থেকে ১৪ আগস্টের মধ্যে দেশে অন্তত এক কোটি মানুষকে করোনার টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। রোববার রাজধানীর মহাখালীর বিসিপিএস মিলনায়তনে ২০২০-২১ সালের প্রথম বর্ষ এমবিবিএসের ক্লাস শুরুর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
সরকার ৭ আগস্ট থেকে দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত করোনার টিকা দেওয়ার ঘোষণা দিয়েছে। এ পরিপ্রেক্ষিতে জাহিদ মালেক বলেন, ৭ থেকে ১৪ আগস্ট এ সাতদিনে উৎসবমুখর পরিবেশে দেশের মানুষকে অন্তত এক কোটি টিকা দেওয়া হবে। দেশের ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায় থেকে শুরু করে রাজধানী পর্যন্ত সর্বত্র এ টিকা উৎসব চলবে।
স্বাস্থ্য অধিদপ্তর ইউনিয়ন পর্যায়ে গণটিকাদানের যে নির্দেশনা দিয়েছে, তাতে বলা হয়েছে, ১৮ বছর বয়সী মানুষও টিকা পাবেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, বয়স্ক মানুষকে অগ্রাধিকার দিয়ে তারপর অন্য ব্যক্তিদের টিকা দেওয়া হবে।