Home / বগুড়ার খবর / শাহজাহানপুর / শাজাহানপুরে কোরবানীর সময় গরুর লাথিতে এক ব্যক্তির মৃত্যু

শাজাহানপুরে কোরবানীর সময় গরুর লাথিতে এক ব্যক্তির মৃত্যু

শেরপুর ডেস্কঃ বগুড়ার শাজাহানপুর উপজেলায় কোরবানির গরু জবাই করার সময় গরুর লাথিতে নূরুল ইসলাম (৫০) এক ব্যক্তি মারা গেছেন। বুধবার (২১ জুলাই) বেলা ১০ টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের বি-ব্লক এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম শেরপুর মির্জাপুর গ্রামের হোসেন আলী ছেলে। তিনি প্রায় ৩০ বছর ধরে বি-ব্লক এলাকায় স্থায়ীভাবে বসবাস করছিলেন।

স্থানীয় ইউপি সদস্য তাজুল ইসলাম বলেন, বেলা ১০ টার দিকে বি-ব্লকে গ্রামে সবার সঙ্গে গরু কোরবানি করছিলেন নূরুল ইসলাম । এ সময় হঠাৎ গরুটি তাকে লাথি মারে। এতে তিনি অচেতন হয়ে পড়েন। তার একটু পরে সেখানেই মারা যায়।

স্থানীয়দের বরাতে আড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান আতিকুর রহমান বলেন, নুরুল ইসলামের তলপেটে গরুর লাথি লাগে। এতে তিনি অচেতন হন। পরে জ্ঞান ফেরার কিছুক্ষণ পর নুরুল ইসলাম মারা যান।

Check Also

শাজাহানপুরে শিশু সামিউলকে হত্যা করে সৎ বাবা ফজলুল

শেরপুর ডেস্কঃ বগুড়ার শাজাহানপুরে স্ত্রীর তালাকের প্রতিশোধ নিতে শিশু সামিউল ইসলাম সাব্বির(১০) কে নৃশংসভাবে হত্যা …

Leave a Reply

Your email address will not be published.

3 × four =

Contact Us