শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরে স্বামীর মৃত্যুর তিনঘন্টা পর স্ত্রীরও মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮জুলাই) বিকালে উপজেলার বিশালপুর ইউনিয়নের মান্দাইল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আলহাজ্ব হযরত আলী মাষ্টার (৮৮) ও তার স্ত্রী মোছা. মর্জিনা বিবি (৮০)।
নিহতদের ছেলে বিএনপি নেতা তৌহিদুল ইসলাম জানান, আমার বাবা তিনদিন আগে ব্রেইন ষ্ট্রোকে আক্রান্ত হলে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৮জুলাই) বেলা ১১.৪০ মিনিটের দিকে তার মৃত্যু হয়।
দুপুরের পর গ্রামের বাড়িতে বাবার জন্য কবর খোঁড়া হচ্ছলি। এ খবর জানার পর বেলা ৩টার দিকে আমার মাও বাড়ির কাছে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরে বাদ মাগরিব উভয়ের এক সঙ্গে জানাযা শেষে কবরস্থ করা হয়েছে।
এদিকে একইদিনে বিএনপি নেতার বাবা ও মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি নেতা হাসানুল মারুফ শিমুল। তিনি মরহুমদ্বয়ের রুহের মাগফেরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।