শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুর উপজেলায় এক ম্যারিজ রেজিষ্টার (কাজী) এর বাড়ি থেকে চারটি গরু চুরির পর তিনটি গরু উদ্ধার হয়েছে। মারা গেছে একটি গাভী।
বুধবার (৮জুলাই) দিবাগত রাতে শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের নন্দতেঘরী গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী ভবানীপুর ইউনিয়নের ম্যারিজ রেজিষ্টার (কাজী) ও সহকারি শিক্ষক মাও. শাহজাহান আলী জানান, বুধবার ভোররাতে আমার গোয়ালঘর থেকে ৬টি গরুর মধ্যে ৪টি গরু চুরি হয়। পরে খবর পেয়ে সিংড়া উপজেলার কলম মধুপুর এলাকায় গিয়ে তিনটি গরু পাই। সেখানে গিয়ে দেখি একটি ৬০ হাজার টাকার দামের গাভী মারা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, গরু চুরির ও উদ্ধারের খবর শুনেছি। গরু চুরি যেন না হয় সেজন্য আমরা সর্তক অবস্থানে আছি।