শেরপুর ডেস্কঃ গত কয়েক দিন প্রবল বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহড়ী ঢলের পানিতে বগুড়ার সারিয়াকান্দির নিকট যমুনা ও বাঙ্গালী নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে ।
পানি বৃদ্ধির ফলে যমুনা নদীর চর বেষ্ঠিত চালুয়াবাড়ী ,কাজলা ,কর্নিবাড়ী ,বোহাইল. চন্দনবাইশা ও সারিয়াকান্দি সদর ইউনিয়নের নিম্নাঞ্চলে বন্যার পানি প্রবেশ করেছে। পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের আউশ, কাউন, পাট ফসল বন্যার পানিতে তলিয়ে যাচ্ছে ।