শেরপুরনিউজ২৪ডটনেটঃ বগুড়ার শেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মো. জালাল উদ্দিন (৬০) আর নেই (ইন্নালিল্লাহে..রাজেউন)।
রবিবার (৪জুলাই) সকাল ৯টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি উপজেলার রণবীরবালাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তিনি শেরপুর বাসষ্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সহ সভাপতি ও বাসষ্ট্যান্ডের শ্যামলী ব্যাটারী হাউসের স্বত্তাধিকারী ছিলেন। তিনি উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক ছিলেন।
তার নামাজে জানাযা রবিবার বাদ আসর র শেরপুর শহীদিয়া আলীয়া মাদ্রাসা চত্বরে অনুষ্ঠিত হবে।
তার মৃত্যুতে শেরপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুনসী সাইফুল বারী ডাবলু, শেরপুরনিউজ২৪নেট সম্পাদক নাহিদ আল মালেক গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।