শেরপুরনিউজ২৪ডটনেটঃ নববিবাহিত স্ত্রীর উপর অভিমান করে গলায় ফাঁস দিয়ে বগুড়ার শেরপুরে আত্মহত্যা করেছে স্বামী।
শনিবার (৩জুলাই) সকালে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের বাংড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত আব্দুল মোমিন (২৮) বাংড়া গ্রামেরই আব্দুল মান্নানের ছেলে।
স্থানীয়রা জানান, প্রায় এক বছর পুর্বে মোমিন পার্শ্ববর্তী মাগুরারতাইড় গ্রামের এক নারীকে বিয়ে করে। কিন্তু বিয়ের পর থেকে তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। ফলে বাবার বাড়ি গিয়ে তার স্ত্রী আর ফেরেনি।
শনিবার সকালে স্ত্রীর উপর অভিমান করে মোমিন তার নিজ ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পুলিশ গিয়ে তার লাশ উদ্ধার করে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছি। কিন্তু কারও কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।