শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল কাবেল মন্ডল (৩০) নামে এক যুবকের। নিহত যুবক শিবগঞ্জ উপজেলার মহাব্বত নন্দীপু গ্রামের হাফিজার রহমান এর ছেলে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১ জুলাই) বিকালে মটর সাইকেল যোগে মহাস্থানে যাওয়ার সময় গুজিয়া-কৃষ্টপুর রাস্তার খোলাসিয়া নামক স্থানে একটি ছাগলের সাথে সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ছাগলটি মারা যায় ও কাবেল গুরুতর আহত হয়। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিএনজি অটোরিক্সা
যোগে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন
অবস্থায় ওই যুবক মৃত্যু বরণ করে।