শেরপুরনিউজ২৪ডটনেটঃ লকডাউনের প্রথম দিনে বগুড়ার শেরপুরে খোলা রাখা মার্কেট সংবাদ প্রকাশের পর প্রশাসনের অভিযানে বন্ধ হয়েছে।
সোমবার (২৮ জুন) বিকাল ৪টার দিকে শেরপুর শহরের বাসষ্ট্যান্ড এলাকায় গিয়ে দেখা গেছে এই চিত্র।
এসময় স্থানীয়রা জানান, দুপুর ২টার দিকে শেরপুর উপজেলার সহকারি কমিশনার (ভূমি) সাবরিনা শারমিনের নেতৃত্বে প্রশাসনের অভিযানে মার্কেটগুলো বন্ধ করা হয়। এসময় স্বাস্থ্যবিধি না মানাসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
উল্লেখ্য, সরকারি নিদের্শনা উপেক্ষা করে শেরপুর শহরের বেশ কয়েকটি মার্কেটের ব্যবসায়ীরা দোকান খোলা রেখেছিল। এসংক্রান্ত একটি সচিত্র প্রতিবেদন শেরপুর নিউজ২৪ডটনেটে প্রকাশিত হয়। এরপরই টনক নড়ে প্রশাসনের।